মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী।
জনগণকে সঙ্গে নিয়ে সরকার দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন দরিদ্র দেশ নয়, বর্তমান সরকারের নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে খালিদ মাহমুদ বলেন, আপনার বাবা মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁও জেলার একজন কুখ্যাত যুদ্ধাপরাধী ছিলেন। অথচ আপনারা বলছেন, রাজাকারের তালিকা সরকার নাকি বিএনপিকে হেনস্থা করার জন্য করেছে। বাংলার মাটিতে কোনভাবেই যুদ্ধাপরাধী ও রাজাকারের ঠাঁই হবে না।
২০১২ সালের ১৯ ডিসেম্বর বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসএইচ