ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

ঢাকা: বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, সোমবারের বৈঠকে ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর হামলা ও ৩০ ডিসেম্বরের ঘোষিত দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে।

 

লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

বৈঠকে উপস্থিত রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলেও স্থায়ী কমিটির বৈঠক হয়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad