ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তাপসের আসন শূন্য ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
তাপসের আসন শূন্য ঘোষণা

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৮৩ ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। এ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সার্পোট উইং আইন শাখা-২।

সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের সদস্য শেখ ফজলে নূর তাপস রোববার (২৯ ডিসেম্বর) পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের ১৮৩ ঢাকা-১০ আসনটি শূন্য হয়েছে।

আইন অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হয়।

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে রোববার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন শেখ ফজলে নূর তাপস। আসনটি শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে ঢাকা-১০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।