ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ধর্ষককে খুঁজে বের করে ব্যবস্থা নেবে ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ধর্ষককে খুঁজে বের করে ব্যবস্থা নেবে ছাত্রদল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় বিচার দাবি করেছে ছাত্রদল। একইসঙ্গে তারা জানিয়েছে, ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে তারা নিজেরাই তাকে খুঁজে বরে করবে এবং ব্যবস্থা নেবে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।  

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান বলেন, ‘এই সরকার মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ।

দেশের মানুষের কোনো অধিকার নেই, ভোটাধিকার নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ছাত্রদল ধর্ষককে খুঁজে বের করে ব্যবস্থা নেবে। ’

এর আগে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়  ছাত্রদল।  

পরে তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে খুঁজে বের করার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।