সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল রোববার রাত দুইটার দিকে পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর থেকে জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনার পর বেল্লাল আত্মগোপনে চলে যায়। ২০১৯ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় রাজমিস্ত্রির কাজ নেয়। এর পর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে দীর্ঘদিন ধরে নজরদারীতে রাখার পর গতকাল রোববার গ্রেফতার করে।
উল্লেখ্য, বোমা হামলার পর খাগড়াছড়ি থানায় একটি মামলায় জেএমবির ৯ সদস্যের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড হয়। এর মধ্যে ৮ জন আগেই জেলখানায় বন্দি এবং বেল্লাল পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএ