বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জন উপদেষ্টার মধ্যে রয়েছেন- মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম), মেহজাবিন মোর্শেদ (চট্টগ্রাম), সালাহ উদ্দিন আহমেদ (নোয়াখালী), শাহ-ই আজম (নরসিংদী), দেওয়ান আলী (ঢাকা), বাহাউদ্দিন বাবুল (ঢাকা), অধ্যাপক মহসিন ইসলাম হাবুল (বরিশাল), এ আর ইসলাম (ময়মনসিংহ), পনির উদ্দিন আহমেদ এমপি (কুড়িগ্রাম), অ্যাডভোকেট শাহজাদি নাহিনা শান্তা (নারায়ণগঞ্জ)।
১১ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন- নুরুল ইসলাম তালুকদার এমপি (বগুড়া), পীর মেজবাহ এমপি (সুনামগঞ্জ), জাহাঙ্গীর হাসান মানিক (বরিশাল), এএইচএম গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), সাব্বির আহমেদ (সিলেট), সালাউদ্দিন স্বপন (রাজশাহী), মোবারক হোসেন দুলু (ব্রাহ্মণবাড়িয়া), আবু সালেক (পঞ্চগড়), আহমেদ শফি রুবেল (দিনাজপুর), নুরুন্নাহার বেগম (ঠাকুরগাঁও), অ্যাডভোকেট লাকি বেগম (ব্রাহ্মণবাড়িয়া)।
২ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন: জসীম উদ্দিন ভূঁইয়া (নেত্রকোনা), গোলাম মর্তুজা (বরিশাল)।
জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের নামের ক্রমানুসারে নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এসএমএকে/এএ