ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার ও ইসির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
সরকার ও ইসির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ঢাকা: জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করতে ব্যর্থ। ভোটাধিকার আদায়ে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এবার প্রহসনের নির্বাচন হয়েছে।

নির্বাচন কমিশন বলেছেন সিটি নির্বাচনে ভোট পড়েছে ২৯ শতাংশ। কিন্তু প্রকৃতপক্ষে ভোট পড়েছে ৫ থেকে ৭ শতাংশ। এদের মধ্যে তরুণ ভোটার ছিল ৫০ শতাংশ। ইভিএম’র মাধ্যমে নির্বাচন কমিশন ডিজিটাল কারচুপি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করেছে। দেশকে রক্ষা করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। দেশের জনগণকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্ব করেন আরও বক্তব্য দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসহান হাবির লাবলু, উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ডা. আহমেদ শামিম হক রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০ 
পিএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।