মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সেলিমা ইসলাম বলেন, ওনার (খালেদা জিয়া) শরীর এতই খারাপ, শিগগিরই যদি উন্নত চিকিৎসা না দেওয়া যায় তাহলে কি হবে বলতে পারছি না।
এক প্রশ্নের জবাবে সেলিমা বলেন, দেশবাসীর কাছে আবেদন করছি, আপনারা সবাই ওনার (খালেদা জিয়া) জন্য দোয়া করবেন।
খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে দাবি করে সেলিমা ইসলাম বলেন, আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। তিনি যে অবস্থায় কারাগারে ছিল এখন সে অবস্থায় নেই। বর্তমানে তিনি পাঁচ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন না। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছেন তাতে কোনো উন্নতি হচ্ছে না। আমরা তার উন্নত চিকিৎসা করতে চাই।
এর আগে বোন সেলিমা ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য বিকেল সাড়ে ৩টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন। বের হন বিকেল সাড়ে চারটার দিকে।
সেলিমা ইসলামের সঙ্গে ছিলেন- খালেদা জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে অভিক ইস্কান্দার, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা ও ভাগনি শাহিনা জামান খান।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এমএইচ/আরআইএস/