বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কৃষ্ণরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আলমগীর হোসেন ওই গ্রামের মৃত আইয়ুব আলী মাস্টারের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে নাশকতা, হত্যার চেষ্টা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় থানায় ১১টি মামলা রয়েছে। ৫টি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতার হওয়া জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসএইচ