ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিতদের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিতদের জয়

বরিশাল: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল জয় লাভ করেছে। 

একটি মাত্র সদস্যপদ ছাড়া বাকি ১০ পদে আওয়ামী লীগ জয় পেয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছেন।  

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

এ বছর ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্জল কুমার রায়।

ঘোষিত ফলাফলে জানা গেছে, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান নান্টু পেয়েছেন ৩০৫ ভোট। এছাড়া গণফোরাম নেতা হিরন কুমার দাস মিঠু ২৭ ও স্বতন্ত্রপ্রার্থী দিলীপ কুমার চ্যাটার্জী পেয়েছেন মাত্র ১ ভোট।  

সহ-সভাপতি পথে আওয়ামী লীগের অসিত রঞ্জন দাস ৩৯৬, মো. সালাহ উদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিপরীতে বিএনপি সমর্থিত মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩০৮ ভোট।  

যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগের মো. আব্দুল খালেক মনা ৪৩৫ ভোট ও মো. আহাদ আলী খান ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

অর্থ সম্পাদক পদে আওয়ামী লীগের নিয়াজ মাহমুদ খান ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত এস এম শওকত জাহাঙ্গীর পেয়েছেন ৩১৭ ভোট।  

সদস্য পদে মো. গোলাম ফারুক ডাব্লিউ ৪০৯ ভোট, মো. ইসতিয়াক কবির রকি ৪৭৭, মো. রফিকুল ইসলাম ঝন্টু ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

সদস্য পদে বিএনপি সমর্থিত মো. মঈনুল আবেদীন তুহিন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।