ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলা নববর্ষের উৎসবে সমগ্র জাতি বিমর্ষ: এলডিপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
বাংলা নববর্ষের উৎসবে সমগ্র জাতি বিমর্ষ: এলডিপি

ঢাকা: দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, এবারের বাংলা নববর্ষের উৎসবে সমগ্র জাতি বিমর্ষ ও বেদনার্ত।

সারা বিশ্বের মতো বাংলাদেশও আজ করোনা ভাইরাসের কালো থাবায় ক্ষত-বিক্ষত। দেশে করোনার আক্রমণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে, আক্রান্ত হচ্ছেন অগণিত মানুষ।

সোমবার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, ১৪২৬'র সকল দুর্যোগের অবসান ঘটিয়ে ১৪২৭ আমাদের জীবনে নিয়ে আসবে সুখ ও শান্তি। করোনার কারণে বাংলা নববর্ষের উৎসব ঐতিহ্যের ধারা বেয়ে পালন করা সম্ভব না হলেও মানুষের মনে আশা জেগে আছে। আগামী বছর হবে করোনামুক্ত শান্তি ও সমৃদ্ধির গণতান্ত্রিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এমএইচ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।