ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত: ন্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত: ন্যাপ ন্যাপ

ঢাকা: চীনে করোনা ভাইরাসের ভয়াবহতার পর সময় পেয়েও আমাদের দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে মূল যোদ্ধা চিকিৎসক ও তাদের সহকর্মীদের সময় মতো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিতে পারেনি। সরকারি-বেসরকারি হাসপাতালের সমন্বয়ে প্রয়োজনীয় আইসিইউ বেড, ভেন্টিলেশন মজুদ ও সরবরাহ করে সমন্বিত পরিকল্পিত শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা গড়তে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ মন্তব্য করেছেন।

তারা বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আর মন্ত্রণালয়ের কর্তারা শুধু বড় বড় কথাই বলেছেন।

তাদের ব্যর্থতার কারণেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন শহীদ হয়েছেন। সুনামগঞ্জের সন্তান এ ডাক্তার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে প্রথম সারির যোদ্ধা। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা, ভেন্টিলেশন পাননি। ঢাকায় আসতে এয়ার অ্যাম্বুলেন্স দূরে থাক, আইসিইউ অ্যাম্বুলেন্সের জন্য অনেক আকুতি করেও তা পাননি। বুধবার (১৫ এপ্রিল) ভোরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ১২ ও ৭ বছরের দু’টি সন্তান এতিম হলো। স্ত্রী রিফাত অকালে বিধবা হলেন। তিনিও ডাক্তার। বড় অমায়িক রোগীর প্রতি যত্নশীল ডা. মঈন গরিবের ফি নিতেন না। দেশ তার মতো একজন মেধাবী ও জনদরদি সন্তানকে হারালো। ’

নেতারা বলেন, ‘আমরা শহীদ মঈনের শোকগাঁথা হৃদয়ে স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করি। যদিও নির্লজ্জ মন্ত্রী পদত্যাগ করবেন বলে দেশবাসী আশা করে না। তাই প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর বরখাস্ত চাই। মন্ত্রণালয়ের সচিব ও অধিদফতরের মহাপরিচালকেরও অপসারণ চাই। এ ব্যর্থতার দায় তাদের নিতেই হবে। সবকিছু যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া না হয় তাহলে আর তাদের রেখে লাভ কী? তাই এ অপদার্থদের বরখাস্ত চাই। ’

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।