বরিশাল: বরিশালে করোনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য সভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জেলা শাখা।
রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ী রোডের একটি বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, দেশে করোনা শুরু হওয়ার আগেই আমরা উদ্যোগ নিয়েছি।
প্রথমে সচেতনামূলক প্রচারণা এরপর থেকে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা দিয়ে আসছি। তবে এ কার্যক্রম সমন্বিত উদ্যোগ হলে ভালো হয়। তাই আজকে রাজনৈতি, সামাজিক ও সাংস্কৃতিক ত্রিশটি সংগঠনের মধ্যে ১৫ সংগঠনের প্রতিনিধিরা এখানে এসেছেন।
তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করোনায় সামনের অর্থনৈতিক মন্দার দিনগুলো কিভাবে চলতে হবে এ নিয়ে আজকের সভা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এমএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।