বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিপিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারি মোকাবিলায় সারাদেশে সিপিবি পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সিপিসির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার পাঁচ হাজার ফেস মাস্ক সিপিবিকে দেওয়া হয়েছে।
সিপিবির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সিপিবির পক্ষ থেকে চীনের কমিউনিস্ট পার্টির এ উপহার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
এসময় তিনি চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে, চীনের সরকার এবং চীনের জনগণকে সিপিবির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি চীনে করোনা ভাইরাস সংক্রমণ অতিদক্ষতার সঙ্গে প্রতিহত করার জন্য চীনের কমিউনিস্ট পার্টি, চীনের সরকার এবং চীনের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সিপিবির অভিনন্দন জানান।
মাস্ক গ্রহণকালে হাসান তারিক চৌধুরী বলেন, সিপিবির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশে করোনা মহামারিকালীন এ দুর্যোগময় সময়ে চীনের কমিউনিস্ট পার্টির এ উপহার গভীর বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। সিপিবির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির বন্ধুত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এসকে/আরবি/