মঙ্গলবার (২৮ এপ্রিল) এক শোক বার্তায় একুশে পদকপ্রাপ্ত প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান কাদের বলেন, জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে অতুলনীয় ভূমিকা রেখেছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্নবিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিক এ যোগ দিয়ে দেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া বঙ্গবন্ধুসেতু, পদ্মাসেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেলসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে জামিলুর রেজা চৌধুরীর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের আগে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে জামিলুর রেজা চৌধুরী অত্যন্ত সাফল্যের সঙ্গে কয়েকটি মন্ত্রণালয় দেখভাল করেছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের শিক্ষা ও উন্নয়নে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহসাই পূরণ হওয়ার নয়।
জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে অনুরুপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসএমএকে/এএটি