ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খাদ্য সংকট মোকাবিলায় দ্রুত পরিকল্পনা গ্রহণ করুন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
‘খাদ্য সংকট মোকাবিলায় দ্রুত পরিকল্পনা গ্রহণ করুন’

ঢাকা: করোনায় খাদ্য সংকটের বড় ঝুঁকি হতে পারে। বিদ্যমান পরিস্থিতিতে এক পঞ্চমাংশ মানুষের খাদ্য সংকট মোকাবিলার জন্য দ্রুত পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব বলেন, করোনার সংকটে সার্ভিস খাতসহ অনানুষ্ঠানিক খাতের সবাই কর্মহীন হয়ে পড়ছে। রিকশাওয়ালা, ফেরিওয়ালা, ভাসমান শ্রমিক ও উদ্বাস্তু জনগোষ্ঠীসহ কয়েক কোটি কর্মহীন মানুষ এখনো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে।

এ বিপুল পরিমাণ মানুষের খাদ্য নিরাপত্তা ও নগদ সহায়তা এবং কাজে পুর্নবাসনের পরিকল্পনা গ্রহণ জরুরি। এদের সামাজিক নিরাপত্তা দিতে ব্যর্থ হলে রাষ্ট্র ঝুঁকিতে পড়বে।

এ প্রেক্ষিতে তিনি সাত দফা কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। দফাগুলো- ১. সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে হতদরিদ্র কর্মহীন অসহায় মানুষের তালিকা প্রণয়ণ।
২. এলাকাভিত্তিক তালিকা প্রকাশ করা।
৩. গার্মেন্টসের চাকরি হারা শ্রমিক ও বিদেশফেরত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন।
৪. সব সমাজশক্তি ও রাজনৈতিক দলের অংশগ্রহণে ও প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনীর কর্তৃত্বে ত্রাণ বিতরণ নিশ্চিত করা।
৫, খাদ্য সংকট মোকাবিলায় রাজনৈতিক  ঐক্যমতের ভিত্তিত ‘জাতীয় কমিটি’গঠন করা।
৬. ত্রাণের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করা।

৭.  কর্মসংস্থান ও পুর্ণবাসনের জন্য উপজেলাভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা ও মাইক্রো ক্রেডিট কর্মসূচি বাস্তবায়ন করা।
 
তিনি বলেন, কয়েক কোটি মানুষের খাদ্য সংকট, নগদ সহায়তা ও পুর্নবাসন করার পরিকল্পনা প্রক্রিয়া দ্রুত শুরু না হলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে রাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।