ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

সাংবাদিক মোহিতুল ইসলামের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, এপ্রিল ৩০, ২০২০
সাংবাদিক মোহিতুল ইসলামের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

ঢাকা: প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য খন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক শোক বার্তায় জাপা চেয়ারম্যান প্রয়াত সাংবাদিক মোহিতুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় জিএম কাদের বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, বাংলার বাণী, বাংলাদেশ অবজারভার এবং দৈনিক জনতায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করেছেন খন্দকার মোহিতুল ইসলাম। তার মৃত্যুতে দেশের গণমাধ্যমে অপূরণীয় ক্ষতি হলো।

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য খন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুর মৃত্যুতে অনুরুপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।