ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মে ৬, ২০২০
কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি: কাদের

ঢাকা: শুধু ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স ছাড়া পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলও মন্তব্য করেন তিনি। 

বুধবার (৬ মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকাল এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি, যা হয়েছে তা হচ্ছে শুধু ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স।

তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর হয়ে পড়েছে ৷ টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়তো ৷ গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। বিএনপি এখনও নেতিবাচক রাজনীতির বৃত্তে আঁটকে আছে। দেশের এ সঙ্কটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, কাজে বিশ্বাসী করেন।

এসময় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ ধর্মালম্বীদের আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ০৬, ২০২০
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।