বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে স্বাস্থ্যবিধি মেনে ঘৃণা প্রকাশের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে নেতারা বলেন, জাতীয় দুর্যোগে সরকার যে খাদ্য সহায়তা দিয়েছে তা মোটেই পর্যাপ্ত নয়।
প্রতিবাদ কর্মসূচি থেকে আরও বলা হয়, নিম্নবিত্ত মানুষের খাদ্য ও নগদ সহায়তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুর্নীতিমুক্ত ভাবে পৌছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দুর্নীতিবাজদের দমন ও জনগণের জীবনের নিরাপত্তার ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে। সর্বত্র করোনা ভাইরাস ‘টেস্ট বুথ’ স্থাপন করে করোনার সাধারণ চিকিৎসা সচল ও করোনা ভীতি দূর করতে হবে।
সিপিবি নেতারা জাতীয় দুর্যোগ মোকাবিলায় দেশের সব মানুষের শক্তিকে কাজে লাগাতে সর্বত্র সমন্বিত উদ্যোগ গ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করার দাবি জানান। এছাড়া দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজের জীবন ও জীবিকা রক্ষার সংগ্রামে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ৭, ২০২০
আরকেআর/ওএইচ/