ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারীরা আজ কোথাও নিরাপদ নয়: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
নারীরা আজ কোথাও নিরাপদ নয়: মান্না বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে নাগরিক বৈঠক

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের কোথাও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে সরকার পরিপূর্ণ ব্যর্থ।

তিনি বলেন, পথে যারা চলে তারা নিরাপদ নয়, আর আমাদের জীবন তো এমনিতেই নিরাপদ নয়। একদিকে করোনা, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, আবার আছে পুলিশের নির্যাতন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত ‘দেশব্যাপী নারী নির্যাতন: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক নাগরিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এমসি কলেজে নারী ধর্ষণের দায় কি কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে? বছরের পর বছর অবৈধভাবে এরা ক্যাম্পাসে থাকে কীভাবে? তাদের শক্তির উৎস কী?

মান্না আরও বলেন, মানবতা বাঁচাতে, নারীর সতিত্ব বাঁচাতে, দেশের সতিত্ব বাঁচাতে সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে নামতে হবে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এক পর্যায়ে তারাই প্রতিরোধ গড়ে তুলবে। কারো জন্য, কোনো নেতা বা দলের জন্য অপেক্ষা করবে না।

সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহম্মদ মফিজুর রহমান লিটন, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, মুক্তিযোদ্ধা মাহমুদউল্লাহ দুলু, নারীনেত্রী ফেরদৌসি আক্তার, সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।