ঢাকা: ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন, এ নির্বাচন খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন, এ নির্বাচন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। এ নির্বাচনের মধ্যে থেকেই আন্দোলনের ডাক দেবো।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর সায়েদাবাদ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে সালাহউদ্দিন বলেন, ‘আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। না হলে এদেশের জনগণ আপনাদের বিচার করবে। ’
এর আগে দুপুর ১২টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করে সায়েদাবাদ, ধলপুর নতুন রাস্তা, গোলাপবাগ স্টেডিয়াম মার্কেট, সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপদ মোড় হয়ে ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে আবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে জনসংযোগ শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সহ-সভাপতি আতিকুল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া নান্টু, প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সর্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
এমএইচ/এফএম