ঢাকা: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বর্বর নারী নির্যাতনের এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা চেয়ারম্যান বলেন, সভ্য সমাজে পাশবিক নারী নির্যাতনের ঘটনা একেবারেই বেমানান। যখন দেশের নারীরা শিক্ষা, উন্নয়ন ও অগ্রগতিতে অসাধারণ ভূমিকা রাখছেন, তখন নোয়াখালীতে স্বামীকে বেঁধে স্ত্রীর ওপর আদিম যুগের বর্বরতা মেনে নেওয়া যায় না। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিকৃত রুচি সম্পন্নরা যে অপরাধ করেছে, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় একইভাবে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এসএমএকে/আরবি/