ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার নারীর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ: ডা. ইরান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
সরকার নারীর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ: ডা. ইরান ...

ঢাকা: সরকার নারীর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, গণধর্ষণ ও নারী নির্যাতন জ্যামিতিক হারে বাড়ছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ডা. ইরান বলেন, বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের কারণে দেশে আওয়ামী জাহিলিয়াত ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদের বিরোধীদলীয় নেত্রী ও রাজপথের বিরোধীদলীয় নেত্রী নারী হওয়ার পরও দেশে নারী শিশুরা গণধর্ষণ ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ছাত্রমিশন সভাপতি সৈয়দ মিলনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মহিলা সম্পাদিকা নাছিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় নেতা লিটন খান রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।