ঢাকা: ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বরের যে নির্বাচন হয়েছিল তা থেকে এ নির্বাচনের কোনো পার্থক্য নেই। একইভাবে একই কায়দায় ভোট ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। পার্থক্যটা হচ্ছে ওই সময়ে ২৯ ডিসেম্বর ভোট ডাকাতি করা হয়েছিল ভোটের আগের রাতে, এখন এসব নির্বাচনে ভোট হয়, ভোটারও যায় না, ঘোষণা হয় মাত্র। তারপরেও আপনারা অনেকে প্রশ্ন করবেন যে, তাহলে আপনারা কেন যাচ্ছেন নির্বাচনে? আসলে আমরা আগেও বলেছি। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা বিশ্বাস করি যে, সরকার পরিবর্তনের একমাত্র পথ-নির্বাচনের মধ্য দিয়ে হবে’।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, গণতন্ত্রের ন্যুনতম যেটুকু স্পেস পাওয়া যায় সেই স্পেসটুকু আমাদের ব্যবহার করা প্রয়োজন। আমরা জানি যে এনিয়ে অনেকের অনেক রকম কথাবার্তা আছে। কোনো সুযোগ আমরা দিতে চাই না এ ফ্যাসিস্ট সরকারকে। যে সুযোগ নিয়ে তারা ন্যুনতম স্পেসটা সেটাও তারা নিয়ে চলে যাবে। এজন্য আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যদি একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারতো, তাদের সাংবিধানিক যে দায়িত্ব সেটুকু যদি পালন করতেন তাহলে এ নির্বাচন গুলো একটু ভালো হওয়ার সম্ভাবনা ছিল।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের ভোট গ্রহণ আগামী ১৫ নভেম্বর।
দু’টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১৫ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর।
এস এম জাহাঙ্গীর জাতীয়তাবাদী যুব দল ঢাকা উত্তরের সভাপতি ও সেলিম রেজা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য।
গত একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর মনোনয়ন চাইলে ওই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জেএসডি নেতা শহিদউদ্দিন মাহমুদ স্বপনকে মনোনয়ন দেওয়া হয়।
সিরাজগঞ্জ-১ আসনে একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন কন্ঠ শিল্পী কনক চাঁপা।
আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ- ১ ও সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।
ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন এবং সিরাজগঞ্জ-১ আসনে টিএম তহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান ও সেলিম রেজা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
গত ১২ সেপ্টেম্বর প্রার্থীদের ভার্চ্যুয়াল সাক্ষাৎকার নেয় দলের পার্লামেন্টারি বোর্ড।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
এমএইচ/টিএ/আরআইএস