ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্যক্তিগত স্বার্থ হাসিলের ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ হাজীগঞ্জ শাখা কমিটির সদস্য সুরুজ আলী মাতুব্বর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
সুরুজ আলী মাতুব্বর বলেন, ‘দেশকে মৌলবাদ-সাম্প্রদায়িতার হাত থেকে মুক্ত করতে হলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম এমন কি সরকার গঠন করা ছাড়া বিকল্প নেই’— এ তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে আওয়ামী লীগের লেজুড়ে পরিণত করলেও প্রকৃতপক্ষে মৌলবাদ-সাম্প্রদায়িকতা প্রতিরোধে ওয়ার্কার্স পার্টি ও তার মিত্র আওয়ামী লীগ সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমন কি ক্ষেত্র বিশেষে নিজেরাই সুচতুরভাবে মৌলবাদ-সাম্প্রদায়িকতা চাদরের নিচে লুকোচুরি খেলা শুরু করেছে। ’
তিনি বলেন, ‘চলমান রাজনৈতিক আন্দোলন সংগ্রামে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নিষ্ক্রিয়তা ও ক্ষমতাসীনদের তোষণ নীতির কারণে নারায়ণগঞ্জসহ সারা দেশেই পার্টি আজ নিঃশেষ হওয়ার পথে। বিশেষ করে ক্যাসিনো ব্যবসার চাঁদার সঙ্গে দলীয় প্রধানের সম্পৃক্ততা, সরকারের পক্ষে দালালি করার অপরাধে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন থেকে বহিষ্কৃত হওয়া, রাষ্ট্র পরিচালনায় সরকারের চরম ব্যর্থতা, ভোট ডাকাতি, চুরি চামারি, লুটপাট-ঘুষ-দুর্নীতি, হত্যা-গুম-খুন আর বর্তমানকালের সরকারি দলের ছত্রছায়ায় দেশজুড়ে সংগঠিত বেশুমার ধর্ষণ ও গণধর্ষণের বিরুদ্ধে কোনো প্রকার কার্যকর ভূমিকা না নিয়ে, বরং এক ব্যক্তির ফ্যাসিবাদী শাসনকে পাকাপোক্ত করার ব্যাপারে ওয়ার্কার্স পার্টির নেতৃত্বের মরিয়া হয়ে ওঠা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের হতাশ করছে। ’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এখন আর শ্রমিক শ্রেণির পার্টি নয়, বরং এটি কতিপয় সুবিধাবাদী নেতৃত্বের ব্যক্তিগত স্বার্থ হাসিলের ক্লাবে পরিণত হয়েছে। আর তাই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে সব রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। ’
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪,২০২০
আরকেআর/এফএম