ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্ষণবিরোধী লংমার্চে হামলায় ন্যাপের নিন্দা ও প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
ধর্ষণবিরোধী লংমার্চে হামলায় ন্যাপের নিন্দা ও প্রতিবাদ ..

ঢাকা: দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লংমার্চে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারাভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় লংমার্চে সন্ত্রাসী হামলা ন্যাক্কারজনক ঘটনা।

তারা বলেন, মানুষের সভা-সমাবেশের অধিকার হরণ করে, হামলা-মামলা করে শাসকগোষ্ঠী দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তারই যৌক্তিকতা প্রমাণ করেছে হামলাকারীরা। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা একটি কালো নজির। এটি এক কাণ্ডজ্ঞানহীন উন্মত্ততা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।