কুমিল্লা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘কেউ হঠাৎ করে এসে রেডিও-টিভিতে কিছু বললেই, তাকে স্বাধীনতার ঘোষক দাবি করাটা লজ্জাজনক বিষয়। বঙ্গবন্ধুকে হত্যার পর হঠাৎ একদিন শুনলাম জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর কুমিল্লা ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ ছিলেন কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লার জাগ্রত মানবিকতার কর্ণধার তাহসিন বাহার সূচনা।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
আরআইএস