ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন আর নেই সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন

ঢাকা:  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, সাবেক সচিব, সাবেক প্রতিমন্ত্রী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মোশাররফ হোসেন ( এফসিএ) আর নেই ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে আটটায় ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরহুম এ কে এম মোশাররফ হোসেন ( এফসিএ) এর জানাযা রোববার বাদ জোহর ময়মনসিংহ ঈদগাহ মাঠে এবং বাদ আছর মুক্তাগাছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে রাসেল হোসেন, রানা হোসেন, ছোট ভাই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও ১১ ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেগে গেছেন।  

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তারা একেএম মোশারফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।  

বাংলাদেশ সময় ২২৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এমএইচ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।