ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি

ঢাকা: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করেছে দলটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক আবদুল মান্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, সারোয়ারী রহমান, লুৎফর রহমান খান আজাদ, সাবিহ উদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, গাজী মাযহারল আনোয়ার, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এম এ কাইয়ুম, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নজমুল হক নান্নু, আফজাল এইচ খান, আবদুস সালাম, আফরোজা বেগম রিতা, রুহুল কবির রিজভী, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, নুর মোহম্মদ খান, ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ড. আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আ ন ম এহসানুল হক মিলন, আজিজুল বারী হেলাল, নুরে আরা সাফা, মীর সরাফত আলী সপু, গৌতম চক্রবর্তী, শিরিন সুলতানা, হুমায়ুন ইসলাম খান, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, তাইফুল ইসলাম টিপু, মোহাম্মদ মুনির হোসেন, বেলাল আহমেদ, আমিরুল ইসলাম আলিম, আসাদুল  করিম শাহীন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার রুমিন ফারহানা, কাজী আবুল বাশার, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, সাইফুল ইসলাম শিশির, মোস্তাফিজুর রহমান বাবুল, রাবেয়া সিরাজ, ফকির মাহবুব আনাম স্বপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।