ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার কেন্দ্রীয় কমিটিতে সাতজনকে অন্তর্ভুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
জাপার কেন্দ্রীয় কমিটিতে সাতজনকে অন্তর্ভুক্ত

ঢাকা: জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদে সাতজনকে নিয়োগ দেওয়া হয়েছে।  

তাদের মধ্যে একজন উপদেষ্টা, একজন ভাইস চেয়ারম্যান, একজন সাংগঠনিক সম্পাদক, একজন যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদক, একজন নির্বাহী সদস্য ও দুইজন কেন্দ্রীয় সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদে নাজনীন সুলতানাকে (গোপালগঞ্জ) জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, মো. ইলিয়াছ উদ্দিন চেয়ারম্যানকে (শেরপুর) ভাইস চেয়ারম্যান, মমতাজ উদ্দিনকে (গাইবান্ধা) সাংগঠনিক সম্পাদক, মীর শামসুল আলম লিপ্টনকে (জামালপুর) যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদক, মাতলুব হোসেন লিয়নকে (সাতক্ষীরা) নির্বাহী সদস্য, ফারিন হাসান (গাজীপুর) ও শাহাজ উদ্দিনকে (খাগড়াছড়ি) কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দিয়েছেন।

পার্টির গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আদেশ এরই মধ্যে কার্যকর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।