ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণস্বাস্থ্যর এন্টিবডি টেস্টের অনুমোদন আজও দেওয়া হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
গণস্বাস্থ্যর এন্টিবডি টেস্টের অনুমোদন আজও দেওয়া হয়নি ডা. জাফরুল্লাহ চৌধুরী/ ছবি: বাংলানিউজ

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, পৃথিবীতে সর্বপ্রথম এন্টিবডি টেস্ট আমরা উদ্ভাবন করেছিলাম। গণস্বাস্থ্য ছিল মাধ্যম মাত্র।

আজকে পর্যন্ত গণস্বাস্থ্যের উদ্ভাবিত এন্টিবডি টেস্ট অনুমোদন দেয়নি। বারবার আমেরিকার সিডিসি থেকে যোগাযোগ করেছে। আর আমাদের দেশের বুদ্ধিজীবীরা বারবার প্রশ্ন তুলেছেন। একইভাবে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয়নি।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস: বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে রাজাকার, আলবদর, আল শামস। কিন্তু সেই প্রক্রিয়া কি শেষ হয়েছে। বুদ্ধিজীবী হত্যা মানে কি- যাতে আমরা সুচিন্তা করতে না পারি, বিবেককে কাজ লাগাতে না পারি। আমরা সাহস হারিয়ে ফেলি, যেন কোনো আন্দোলন না হয়। গণতন্ত্র ফিরে না আসে।

‘বুদ্ধিজীবী হত্যার নীলনকশা এখনো শেষ হয়নি। এখন কারণটা ভিন্ন। ব্যবসায়িক কারণ। তার চেয়ে স্বাধীনচেতা হলে মানুষের মনে প্রশ্ন করার আগ্রহ জন্মে। এখন মানুষ যদি প্রশ্ন করার অধিকারটা না পায় । মানুষ যেন প্রশ্ন না করে। সেই নীল নকশা এখনো অব্যাহত রয়েছে। ’

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব যেখানে চিন্তিত সেখানে আমাদের দেশের অবস্থা হলো হয় হাসপাতাল নাই, হাসপাতাল থাকলে পরীক্ষা করবার যন্ত্র নষ্ট, না হয় ডাক্তার পাওয়া যায় না অথবা সমস্ত ভুয়া হাসপাতাল তৈরি হয়ে আছে। তারা ভুয়া সার্টিফিকেট দেয়। সরকার যেমন ভুয়া, অসুখের সার্টিফিকেটও তেমন ভুয়া।

আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
পিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।