ঢাকা: সরকার যেমন ভুয়া, তেমনি করোনা সার্টিফিকেটও ভুয়া বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, করোনা মহামারির এতো বড় একটা দুর্যোগ, সারা বিশ্ব চিন্তিত।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস: বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হমুদুর রহমান মান্না বলেন, সারা দুনিয়ার মানুষ এখন বাংলাদেশকে ঘৃণা করে। এ দেশের মানুষ বিদেশ মাটিতে পা দেবার আগে দশবার পরীক্ষা করে। কাগজ দেখালে সেটা বিশ্বাস করে না।
তিনি বলেন, দেশে করোনা আসার আগে মার্চে অতিদরিদ্র মানুষের সংখ্যা ছিল দুই কোটি। বর্তমানে এ সংখ্যা বেড়ে তিন কোটি ৬০ লাখে দাঁড়িয়েছে। গত আট মাসে এক কোটি ৬০ লাখ বেড়েছে। কিন্ডারগার্ডেন শিক্ষক এখন চা বিক্রি করছে। আর আমাদের সরকার পদ্মা সেতুতে একটি স্প্যান বসিয়ে বলছে স্বপ্ন সার্থক হয়েছে। আমরা পদ্মা সেতুর বিরুদ্ধে নয়। আমরা কেউই রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, ফ্লাইওভার বানানোর বিরুদ্ধে নয়। একথা অবশ্যই বলবো পদ্মা সেতু, ফ্লাইওভার ব্রিজকে তো মানুষকে বাঁচবে না। মানুষকে খাবার দিতে হবে।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরীসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
পিএস/ওএইচ/