ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিপ্লবী নেতা বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
বিপ্লবী নেতা বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি

ঢাকা: কুষ্টিয়ায় বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নেতা বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও ভাঙচুরকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শুক্রবার (১৮ ডিসেম্বর) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে জাসদ নেতারা বলেন, ভাস্কর্য বিরোধী রাজনৈতিক মোল্লা, ধর্মব্যবসায়ী, ফতোয়াবাজরা বাঙালি জাতির সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্য মুছে বাঙালি জাতির সংগ্রামী চেতনা ধ্বংস করে বাঙালি জাতিকে চেতনাহীন ও নির্জীব করতে উদ্যত হয়েছে।  

জাসদের পক্ষ থেকে জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ভাস্কর্য, সংবিধান বিরোধী রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক মোল্লা, ধর্মব্যবসায়ী, ফতোয়াবাজদের কোনো ছাড় না দিয়ে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।  

পাশাপাশি দলটির পক্ষ থেকে এ রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সব দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।