ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বহিষ্কার

ঢাকা: চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুল হক মালিক মজুকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুল হক মালিক মজুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গায় পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনয়ন দিয়েছে সিরাজুল ইসলাম মনিকে। গত ৩০ নভেম্বর তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সিরাজুল ইসলাম মনি মনোয়ন দাখিল করার পর দলীয় অন্য প্রার্থীরা সরে দাঁড়ালেও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মালিক মজু বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ কারণেই কেন্দ্রীয় বিএনপি তাকে বহিষ্কার করেছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এমএইচ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।