ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে আরিফেই ভরসা বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
সিলেটে আরিফেই ভরসা বিএনপির আরিফুল হক চৌধুরী

সিলেট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী অনুষ্ঠেয় নানা কর্মসূচি পালনে বিএনপি থেকে প্রতিটি বিভাগে আলাদা সমন্বয় কমিটি করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিভাগীয় কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্র জানায়, সিলেটে ধনাঢ্য অনেক নেতা উড়ে এসে জুড়ে বসলেও শেষ পর্যন্ত দুঃসময়ে দলের হাল ধরে রাখা দলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ওপরই ভরসা রেখেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

সমন্বয়ক কমিটিতে আহ্বায়ক আরিফুল হক চৌধুরীর সঙ্গে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন।

সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী।

কমিটিতে দায়িত্ব পাওয়া অন্য সদস্যরা হলেন— বিএনপির কেন্দ্রীয় সদস্য জি কে গউছ, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামিম, খালেদা রব্বানী, নাছের রহমান, এবাদুর রহমান চৌধুরী, হাজী মুজিবুর রহমান চৌধুরী, শেখ সুজাত মিয়া, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া চৌধুরী, অ্যাডভোকেট আবেদ রাজা, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদি ও আব্দুল লতিফ।

এছাড়া জেলা ও মহানগর বিএনপির সভাপতি, সম্পাদক, আহ্বায়ক, প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবকে কমিটিতে সদস্য রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।