ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আলোচনার ভিত্তিতে ইসি গঠন করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
আলোচনার ভিত্তিতে ইসি গঠন করতে হবে

ঢাকা: সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠন করলে তা গ্রহণযোগ্য হবে না, বলে জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলের  সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, সার্চ কমিটি দিয়ে গঠন করা হলে বর্তমান ইসির মতোই আজ্ঞাবহ হবে।

দেশের বিরোধী দলগুলো সেই কমিশন মানবে না।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন।

বিবৃতিতে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ইসি গঠন করার আহ্বান জানান নেতারা।

আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া বক্তব্যের বিরোধিতা করে এলডিপির দুই নেতা বলেন, দেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। আর তা হবে কেবলমাত্র বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই।
 
বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আর গ্রহণযোগ্য নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠন করা গেলেই কেবল তা সম্ভব।

তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।