ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরার ১৩ ইউপিতে আ.লীগের মনোনীতরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
সাতক্ষীরার ১৩ ইউপিতে আ.লীগের মনোনীতরা সাতক্ষরীরার মানচিত্র

সাতক্ষীরা: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার (৯ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নে মফিজুর রহমান, কুশখালী ইউনিয়নে তাজউল ইসলাম, বৈকারী ইউনিয়নে আসাদুজ্জামান অসলে, ঘোনা ইউনিয়নে ফজলুর রহমান, শিবপুর ইউনিয়নে শওকত আলী, ভোমরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ধুলিহর ইউনিয়নে মিজানুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নে মো: আলাউদ্দিন, আগরদাড়ি ইউনিয়নে মইনুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়নে আজমল উদ্দীন, বল্লী ইউনিয়নে বজলুর রহমান, লাবসা ইউনিয়নে নজরুল ইসলাম ও ফিংড়ি ইউনিয়নে শামসুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।