ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ইউপি সদস্য গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ দুলাল মিয়াকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলামকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রফিকুল শাহজাহানপুর ইউপির দুই নম্বর ওয়ার্ডের সদস্য ও বনগাঁও গ্রামের আব্দুস সাত্তার মুন্সীর ছেলে।  রোববার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুলাল মিয়াকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় ১১ জন আসামি। গ্রেফতার রফিকুল এ মামলার দুই নম্বর আসামি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

পুলিশ জানায়, সম্প্রতি ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে একটি গাছ ক্রয় করেন। কিন্তু পার্শ্ববর্তী বনগাঁওয়ের আশরাফুল ইসলাম গাছটি তার দাবি করলে দুজনের বিরোধ সৃষ্টি হয়। গত বুধবার (১০ নভেম্বর) দুপুরে আশরাফুল গাছ কাটতে যান ও এতে বাধা দেন দুলাল। এ সময় আশরাফুলের নেতৃত্বে কয়েকজন তেলিপাড়া চা বাগানের ষোল নম্বর বস্তি এলাকায় দুলালকে কুপিয়ে আহত করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।