ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বরিশালে ৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, ডিসেম্বর ২১, ২০২১
বরিশালে ৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

বরিশাল: ব‌রিশা‌লের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি, দুর্গাপাশা ও চরামদ্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে ছয় জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বহিষ্কৃতরা হলেন- মো. কামাল হোসেন তালুকদার, মো. মাজাহারুল ইসলাম (মনির মুন্সি), মো. সোহরাব হোসেন মৃধা, মো. সাহাব উদ্দিন খোকন, এস এম সিরাজুল ইসলাম (সালাম সিকদার) ও মো. আ. ছালাম আকন।

এছাড়া হিজলা উপজেলার ধূলখোলা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায়  উপজেলা আওয়ামী লীগের  ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জামাল উদ্দিন ঢালীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।