ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল অলিখিত: প্রতিমন্ত্রী রাসেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, ডিসেম্বর ২১, ২০২১
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল অলিখিত: প্রতিমন্ত্রী রাসেল

গাজীপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল অলিখিত। তবে সেটা ছিল মনের গভীর থেকে স্বতঃস্ফূর্ত ভাষণ।

সে ভাষণে তিনি মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। বঙ্গবন্ধু দেশ পুনর্গঠন করেছন আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হয়েছে।  

প্রতিমন্ত্রী মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৮ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।  

মন্ত্রী বলেন, আমরা এ বছর মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ পালনের পাশাপাশি বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা পাবার যে গৌরব তাও আমরা অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ডাকে, এক আহ্বানে এবং তার ইশারায় জীবনের মায়া ত্যাগ করে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীনতা পেয়েছি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। এতে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামসুন্নাহার ভূইয়া, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমতউল্লা খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১ 
আরএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।