জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, পঞ্চম ধাপে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউপিতে দলীয় প্রার্থীর পাশাপাশি মাঠে রয়েছেন বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অনেক নেতাকর্মীই কাজ করছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে দলের ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া নেতারা হলেন- বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হামিদুর রহমান, মো. আবদুল জলিল ও মো. দেলোয়ার হোসেন। নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. উসমান গণি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. পিরামিড মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসলাম হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছামছল হক।
আরও আছেন বগারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হামিদুর রহমান ও জামালপুর জেলা যুব মহিলা লীগের সহ-সাধারণ সম্পাদক মেহেজাবিন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনটি