ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের বৈশাখ উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
জাতিসংঘে বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের বৈশাখ উদযাপন

ঢাকা: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও কনস্যুলেট অফিস যৌথভাবে উদযাপন করেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সঞ্চালনা করেন মিশনের মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ।



রোববার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানা গেছে।

এতে বলা হয়, পহেলা বৈশাখ ‍উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, কনসাল জেনারেল শাব্বির আহম্মদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারতসহ বিভিন্ন দেশের অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে বর্ষবরণের গান ও লোকসঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়াও আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা।

মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন পরিবার থেকে তৈরি বাঙালি পিঠা পরিবেশন করা হয়। পিঠার পাশাপাশি নৈশভোজ আয়োজন করা হয়েছিল খিচুড়ি-ইলিশ।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।