ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বার্লিনে মহান বিজয় দিবস উদযাপিত

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
বার্লিনে মহান বিজয় দিবস উদযাপিত

বার্লিনে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস’ উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি ঘিরে আয়োজিত অনুষ্ঠানে বার্লিনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা, বিশেষ করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

এ দিন সকালে জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান জাতীয় পতাকা উত্তোলন করেন।

দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরুতে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আত্মত্যাগ করা সব শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

দূতাবাস আয়োজিত আলোচনা সভায় চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সব শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি পেয়েছে একটি স্বাধীন-সার্বভৌম দেশ। একইসঙ্গে স্মরণ করেন জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদের অসামান্য ত্যাগের কথা।

তিনি উপস্থিত সবাইকে দেশ মাতৃকার কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ও জাতীয় মুক্তির অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  

এ সময় তিনি জার্মানি প্রবাসী সব বাংলাদেশিকে আত্নমর্যাদা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে একসঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেন। পরিশেষে তিনি দেশের সুনাম যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান।   

‘মহান বিজয় দিবস’ উপলক্ষে প্রামাণ্যচিত্র- ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ ও ‘অ্যা ট্রিবিউট টু দ্য হিরোস অব দ্য জুলাই রেভল্যুশন’ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।