ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

উৎসাহ উদ্দীপনায় ওয়াশিংটন দূতাবাসে নববর্ষ উদযাপিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

ঢাকা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে বাংলা নববর্ষ।

দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ উপলক্ষে শনিবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এটি বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বৎসর পূর্তি উপলক্ষে দূতাবাসের গৃহীত অনুষ্ঠানমালারও অংশ বলে প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
আমেরিকায় সফররত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্য এবং ওয়াশিংটন ডিসি এলাকার বিশিষ্ট সাংস্কৃতিককর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মাধ্যমে প্রবাসী বাঙালিরা বর্ষবরণ করে। এছাড়া তারা বিভিন্ন  দেশাত্মবোধক গান পরিবেশন করে।
    
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রদূত বলেন, পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে আমরা বহির্বিশ্বে বেড়ে উঠা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির বিভিন্ন দিকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারব।

বাংলাদেশ দূতাবাস এ বৎসর প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে গড়ে উঠা চারটি সংগঠনকে যুক্তরাষ্ট্রে বাঙালি সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরার বিশেষ অবদানস্বরূপ স্বীকৃতি প্রদান করেছে। এ সংগঠনগুলো হলো- একতারা (বাংলা লোকসঙ্গীতকে প্রসারিত করা), দৃষ্টিপাত ডিসি (মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা), ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (বাংলাদেশের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রচারণা) ও বিসিসিডিআই বাংলা স্কুল (নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাংলা ভাষা শিক্ষা প্রদান)।

বিপুল সংখ্যক ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশি ও বিদেশি নাগরিক উপস্থিত থেকে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।