ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

ইলিয়াস আলী নিখোঁজে নিউইয়র্কে বিক্ষোভ

শিহাব উদ্দিন কিসলু, নিউইয়র্ক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
ইলিয়াস আলী নিখোঁজে নিউইয়র্কে বিক্ষোভ

নিউইয়র্ক: বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক স্টেট বিএনপিসহ ৩৪টি সহযোগী শাখা সংগঠন বিক্ষোভ করেছে।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাতে নেতারা জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।

এতে নেতারা বলেছেন, ইলিয়াস আলীর কিছু হলে যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বে এর প্রতিবাদে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। ইলিয়াস আলীকে খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তারা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। চৌধুরী আলমসহ বিএনপির অনেক নেতাকর্মীকে গুম করেছে, যাদের সন্ধান আজও আমরা পাইনি।

তিনি বলেন, এই সরকার খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ এই সরকারকে বাংলাদেশের মানুষ আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায় না। দ্রুত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পদত্যাগ করার জন্য আহ্বান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে টেলিফোনের মাধ্যমে গ্রেটার ওয়াশিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবু, কানাডা বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, ফ্লোরিডা বিএনপির সভাপতি দিনাজ খান, ক্যালেফোর্নিয়া বিএনপির সভাপতি কাঞ্চন চৌধুরী, নিউজার্সি বিএনপির সভাপতি সোলেমান সেরনিয়াবাদ, পেনসেলভেনিয়া বিএনপির সভাপতি কাজী মাইন উদ্দিন, জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো: আনোয়ার তুহিন, টেক্সাস বিএনপির সভাপতি সাইদুর রহমানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট বিএনপির নেতারা ইলিয়াস নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তাৎক্ষণিকভাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল চৌধুরী ডলার, জসীম উদ্দিন ভূঁইয়া, সাঈদুর রহমান, মোবারক হোসেন অঞ্জন, প্রফেসর আব্দুল মতিন, জীবন শফিক, ফারুক হোসেন মজুমদার, আমিনুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম লিটন, মেহেদী হাসান, রইচ উদ্দিন, মোস্তাক আহমেদ, ওয়াহেদ আলী মন্ডল, ইকবাল আনসারী, শফিউল্লাহ বাদল, মোঃ হাসান, দেওয়ান কাউসার, রইস উদ্দিন, মোঃ জুয়েলসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।