কাতার থেকে: বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় কাতার যুবদল সরকারকে দায়ী করে বলেছে, তাকে খুঁজে বের না করলে প্রবাসে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
এক যুক্ত বিবৃতিতে যুবদল নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমে ইলিয়াস আলীকে সশরীরে হাজির করতে সরকারকে বাধ্য করা হবে।
বিরোধী দলের রাজনীতি ও নেতাদের নির্মূল করতে ইলিয়াস আলীকে গুম করেছে সরকার। প্রবাসী নেতারা আরো বলেন, দেশে গুমের রাজনীতি চলতে থাকলে গণতন্ত্র ও রাজনীতির মৃত্যু হবে। রাজনৈতিক দলগুলো কাজ করতে পারবে না। সরকার এখন বিরোধী দলকে নির্মূল করতে চায়।
বিবৃতি প্রদানকারীরা হলেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও কাতার যুবদল সভাপতি শরিফুল হক সাজু, জামিল আলম মীর, আবু হানিফা মাসুদ, মোহাম্মদ সেলিম, ইকবাল হুসেন মিন্টু, মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ আরিফুল ইসলাম, ফারুক আহমেদ খান, রাকিবুল ইসলাম, হাসান মেহেদী, মোহাম্মদ শাহজাহান, আরিফুল ইসলাম, নাজিম উদ্দিন, রেজাউল করিম রেজু, আশরাফ আহমেদ খান, জাফর আহমেদ, আবু মনসুর জাভেদ, মোহাম্মেদ ইকবাল, কাজী শামসুল ইসলাম, আলী হুসেন জুমন, আলাউদ্দিন, সালাউদ্দিন সাজু, শামিম আহমেদ, ফয়েজ আহমেদ, কামাল আহমেদ, মুমিন আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর