সৌদি আরব : ‘সরকারের বিভিন্ন অপকর্ম এবং সদ্য ফাঁস হওয়া সাবেক রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের অপকর্মের বিরুদ্ধে যখন দেশের মানুষ সোচ্চার এবং বিএনপি এ নিয়ে যখন জনগণের পাশে থেকে আন্দোলনের ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনি বিএনপি এবং জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য সরকার পরকল্পিতভাবে ইলিয়াস আলীকে গুম করেছে। ’
এমন অভিযোগ করেছেন মক্কা প্রাদেশিক শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক ফেরদউস চৌধুরী মিঠু।
এক টেলিফোন বার্তায় তিনি বাংলানিউজকে জানান, সুরঞ্জিতের অপকর্ম ঢাকতেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে বিএনপি’র এই বর্ষীয়ান নেতাকে খুঁজে বের করতে সরকার ব্যর্থ হলে দেশের পাশাপাশি বিদেশেও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রয়োজনে দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর বাংলানিউজ একের পর এক সংবাদ প্রকাশ করায় বাংলানিউজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানা ফেরদউস চৌধুরী মিঠু।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর