ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পাকিস্তান শাখা গঠন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পাকিস্তান শাখা গঠিত হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টায় করাচী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও ‘পোট্রেট অব জেহাদ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।



সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি, বাংলাদেশের জনপ্রিয় লেখক ও তথ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির, পাকিস্তান শাখার সভাপতি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, সিনেটর ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ ইকবাল হায়দার, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মুনাজ্জা সিদ্দিকি, সিনেটর মির হাসিল খান বিজেঞ্জো, সামাজিক আন্দোলন কর্মী সীমা কিরমানি, মানবাধিকার কর্মী বি এম কুট্টি।

সংবাদ সম্মেলনে শাহরিয়ার কবির নির্মিত ‘পোট্রেট অব জিহাদ’ প্রদর্শিত হয়।

সংবাদ সম্মেলনে ঘোষিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পাকিস্তান শাখার নির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি- ব্যারিস্টার সৈয়দ ইকবাল হায়দার, সহ সভাপতি- মির হাসিল খান বিজেঞ্জো, সিনেটর আফরাসিয়াব খাট্টাক, অ্যাডভোকেট জাভেদ কাজী, সীমা কিরমানি ও অ্যাডভোকেট জাফর মালিক, সাধারণ সম্পাদক সাংবাদিক মুনাজ্জা সিদ্দিকি, আন্তর্জাতিক সম্পাদক-বাবর জাফর মালিক।    
 
নির্বাহী সদস্যরা হলেন- প্রফেসর সরফরাজ খান, তাহিরা আব্দুল্লাহ, কবি আহমেদ সেলিম, সাংবাদিক সাইদ আহমেদ, লেখক জুমা খান সুফি, মো. আসলাম বালুচ, ফিদা হোসেন দোস্তি, সরাফাত আলী, সাংবাদিক ফেইসা, ডা. ইসহাক বালুচ, নাসির আরাইন,  আজম মালিক, কায়সার বেঙ্গলি ও সাংবাদিক আলী কামরান চিশতি।

উপদেষ্টা কমিটির সদস্যরা হচ্ছেন, আই এ রেহমান, তাহিরা মাজহার আলী, প্রফেসর তারিক রেহমান, বি এম কুট্টি, নাসিম আখতার ও কেরামত আলী।

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।