ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগে বাংলাদেশ

অতিথি করেসপন্ডেন্ট, জার্মানি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, মার্চ ২০, ২০২৪
বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগে বাংলাদেশ

বার্লিন: জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগ ২০২৪। জ্বালানি শক্তির রূপান্তর নিয়ে সংলাপের দুদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

 

অনুষ্ঠানে তিনি দেশের জ্বালানি শক্তির বর্তমান অবস্থা, সম্ভাবনা ও সম্মেলনের নানা দিক তুলে ধরেন।  

সম্মেলন শুরুর দিনে জ্বালানি বিষয়ক নানা সেমিনার ছাড়াও জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থনৈতিক সম্পর্ক ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।  

এ সময় তেল, গ্যাস, কয়লা জাতীয় ফসিল শক্তির বদলে নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রসারে বাংলাদেশের নানা উদ্যেগের প্রশংসা করেন সম্মেলনের আমন্ত্রিত অতিথিরা।  

সম্মেলনে স্বাগতিক জার্মানি ছাড়াও বাংলাদেশসহ ৭৫টি দেশ অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।