ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

তুলুজে প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

মুমিন আনসারি, ফ্রান্স করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, জুলাই ৭, ২০২৫
তুলুজে প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প প্যারিসে বাংলাদেশ দূতাবাস মোবাইল কনস্যুলার ক্যাম্পে প্রবাসীরা।

প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে। এতে দুই শতাধিক প্রবাসী বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেছেন।

 

ফ্রান্সের তুলুজ শহরে শনিবার (৫ জুলাই) ও রোববার (৬ জুলাই) দুই দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছে তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশন।

প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানো ও প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, আইনি পরামর্শ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (ডব্লিউইডব্লিউবি)-এর সদস্যপদ নিবন্ধন এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ নানা গুরুত্বপূর্ণ সেবা দেওয়া হয়।

সেবার আনুষ্ঠানিক উদ্বোধনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওসমান হোসেন মনির এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম এবং দ্বিতীয় সচিব শাকিল আহমদ ক্যাম্পে উপস্থিত থেকে আগত প্রবাসীদের নানা সমস্যা শুনে তাৎক্ষণিক দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা বলেন, প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের এ সেবা আরও বিস্তৃত হবে। তিনি উপস্থিত প্রবাসীদের কাছ থেকে সরাসরি নানা অভিজ্ঞতা ও সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। প্রবাসীরা তাদের বক্তব্যে প্রতি বছর অন্তত চারবার তুলুজে এমন মোবাইল ক্যাম্প আয়োজনের দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল ওয়াহিদ, মিলটন হোসেন, ইসকান্দার আলী, ফেরদৌস খান, রেকসানা রাখি, রিমা এলিজাবেথ রোজারিও এবং আমানুর রহমান ইসলাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারেক আহমাদ তাজ।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।